টেলিটকের ১ জিবি উপহার”
মেহজাবিন সকালে ঘুম থেকে উঠে দেখে মোবাইলে নেট নেই।
ওয়াইফাই নেই, এমবিও শেষ।
— “ও মা! ফেসবুক খুলতেও পারছি না! আজকে কী একটা দিন!”
ঠিক তখনই একটা এসএমএস আসে—
📩 “বিশেষ উপহার: টেলিটক দিচ্ছে ১ জিবি ফ্রি ইন্টারনেট! ডায়াল করুন 1111#”
সে অবাক হয়ে বলে,
— “ফ্রি ১ জিবি? মজা করতেছে নাকি!”
তবু মনে মনে ভাবল,
— “চেষ্টা করে দেখি...”
ডায়াল করল 1111#
মুহূর্তেই রিপ্লাই এল—
📥 “অভিনন্দন! আপনার ১ জিবি ফ্রি ইন্টারনেট চালু হয়েছে, মেয়াদ ৭ দিন।”
সে তো খুশিতে লাফ দিল!
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব—সব আবার খুলে গেল!
সাথে সাথে বন্ধুকে ফোন দিল—
— “তুই টেলিটক ইউজ করিস না? দৌড়! ১ জিবি ফ্রি দিচ্ছে!”
গ্রামের সবাই একে একে জানতে লাগলো এই খবর।
চাচা-চাচি, মামা-ফুপু, কলেজের বন্ধুরাও বলল—
— “ওরে! টেলিটক তো জম্পেশ অফার দিছে!”
📢 টেলিটকের অফিসিয়াল ঘোষণা:
আগস্ট মাসের উপলক্ষে উপলক্ষে টেলিটকের সকল গ্রাহকদের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট উপহার। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আমরা পাশে আছি!”
Comments
Post a Comment