চাপাবাজ দুই বন্ধু লেখক: প্রিন্স নাইম পাঠ পরিচিতি: প্রিন্স নাইম সার্বিক সহযোগিতায় : লিমা আক্তার নীলা, শাকিব হাসান একটা ছোট্ট গ্রাম। সবুজে ঘেরা, পাখির ডাক আর খাল-বিলের মাঝখানে সেই গ্রামে ছিল দুই বন্ধু – শিহাব আর মহান। ওদের বন্ধুত্ব যেমন গাঢ়, তেমনি চাপাও গাঢ়! গ্রামের মানুষ তাদের দেখে হাসে আর ভাবে, "এই দুইজন চাপা দিলে রকেটও মাটিতে নামে না!" একদিন বিকেলে গ্রামের মোড়ের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল তারা। ঝিরঝির বাতাস বইছে, আর চাপাবাজির একেবারে মোক্ষম সময়। হঠাৎ শিহাব বলল, — "বন্ধু মহান, জানিস? আমি না গতকালই বিমানে চড়ে ঢাকায় গেছি। এয়ারপোর্ট থেকে একেবারে গুলশান! ভিআইপি ট্রিটমেন্ট!" মহান একটুও না থেমে বলল, — "ঢাকায় গেছিস? ভালো কথা! আমার বারান্দাতেই তো বিমান নামে। মা বলেন, ‘মহান, আবার তো তোর পাইলট বন্ধু এসেছ!’" শিহাব হকচকিয়ে বলল, — "তোর বাড়িতে বিমান নামে?!" মহান গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, — "হ্যাঁ রে ভাই, আমি তো ছোটবেলায়ই বিমানের শব্দে ঘুম ভাঙত! মাঝেমধ্যে পাইলটরা এসে চা-ও খেয়ে যায়।" পাশের চায়ের দোকানদার হেসে কুল পাচ্ছিল না। গ্রামের বাচ্চারা ভ...