। গল্পের নাম: মেলায় মোজাহিদের প্রতারণা ঢাকার তেজগাঁও এলাকায় মোজাহিদুল হোসেন একটি প্রাইভেট অফিসে চাকরি করে। খুব সাধাসিধে জীবন তার। প্রতিদিন অফিস, বাড়ি আর মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে আড্ডা—এই নিয়েই কাটে সময়। ছেলেটা ভীষণ প্রযুক্তিপ্রেমী, ইন্টারনেট আর মোবাইল গ্যাজেট নিয়ে তার প্রবল আগ্রহ। একদিন অফিস থেকে ফেরার পথে সে শুনলো, আগারগাঁওয়ের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নতুন নতুন প্রযুক্তি পণ্যের স্টল বসেছে। ছুটির দিনেই চলে গেল সে মেলায়। বিশাল ভিড়, নানা পণ্যের বাহার, আর গাইড মাইকে ভেসে আসা— "২০ টাকায় সিম নিন, সাথে পাচ্ছেন ৫০ জিবি ফ্রি ইন্টারনেট!" এটা শুনেই মোজাহিদের কৌতূহল বেড়ে গেল। এগিয়ে গেল সেই স্টলের দিকে। এক তরুণ, ঝাঁ চকচকে পোশাক পরা, হাসিমুখে বলল, — "ভাই, শুধু ভোটার আইডি দিলেই হবে। কোনো ঝামেলা নেই। সাথে সাথে সিম, সাথে ৫০ জিবি ইন্টারনেট একটিভ!" মোজাহিদ একটু ভাবলো, কিন্তু অফারটা এমন লোভনীয় ছিল যে আর না বলতে পারলো না। আইডি কার্ড দিল, ছবি তুলল, ফিঙ্গারপ্রিন্ট দিল—সবই করল। তারপর নতুন সিম হাতে নিয়ে খুশি মনে মেলা ঘুরে বাসায় ফিরে গেল। ঘটনার মোড় ঘোরে এক সপ্তাহ পর হঠাৎ...